বিআরডিবি দারিদ্র বিমোচনে কাঙ্খিত অর্জনের জন্য স্বাধীনতাউত্তর বাংলাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরি প্রেক্ষিতে গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইজিএ ভিত্তিক প্রশিক্ষণত্তর ঋণ দান কর্মসূচীর মাধ্যমে এবং গাভী পালন প্রকল্প নিয়ে বাহাদুরপুর সদাবিক মহিলা দল গঠিত হওয়ার পর ১৫ জন সদস্যকে আর্থিক স্বচ্ছলতা আনায়ন তথা আয়বর্ধনমূলক কাজে বিআরডিবি, পাংশা, রাজবাড়ী’র সদাবিক কর্মসূচীর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যার ফলশ্রুতিতে উক্ত ১৫ জন সদস্যদের নিজস্ব পুঁজি ৭২ হাজার টাকা। সদস্যগণ পরিবারে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি শিক্ষার হার বৃদ্ধি তথা সামাজিক সচেনতা অগ্রগতি সাধিত হয়েছে। যা সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস